তৃণমূলের পতাকা নর্দমায় ফেলার অভিযোগ আইএসএফ’র বিরুদ্ধে
2 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক :
তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলার অভিযোগ. অভিযোগের তীর আইএসএফ এর দিকে আইএসএফ অভিযোগ অস্বীকার করেন. দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোদারমোড় বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে নর্দামায় ফেলার অভিযোগের তীর আই এস এফ এর দিকে যা নিয়ে গোদার মোড় এলাকায় উত্তেজনা।
তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ব্লেড দিয়ে কেটে নর্দমায় ফেলার অভিযোগ. অভিযোগের তীর আইএসএফের দিকে এলাকায় আজ সকালে একাধিক তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। ব্লেড দিয়ে কেটে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ যা নিয়ে উত্তেজনা বেড়াচাঁপার গোদার মোড় এলাকায়, যদিও আইএস এফ এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই এভাবে আইএসএফকে বদনাম করার জন্য এ কাজ করেছে।