
তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। সোমবার সকালে এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানার শকুন্তলা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। মূলত এলাকা দখলের জন্যই আইএসএফ কর্মীরা দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি তৃণমূলের। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যদিও আইএসএফএর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নেতৃত্ব। তাদের দাবি তৃণমূল নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করে আইএসএফের নামে দোষ চাপাচ্ছে। ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023