
নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের রাজনীতির ভাঁড়ারে প্রায় তলিয়ে গিয়েছে সিপিএম।প্রয়োজনে সিপিএম এর সদস্যদের পাশে পেলেও, নির্বাচনে তাঁদের পাশে দাঁড়ানোর তেমন আগ্রহ দেখায়নি পশ্চিমবঙ্গের মানুষ। দেওয়ালে পিঠ ঠেকে গেলেও সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন সিপিএম। খাতা খুলছেন নির্বাচনীতে।
এবার তৃনমূলকে হারিয়ে বাঁশবেড়িয়ায় মাদ্রাসা নির্বাচনে জয়ী হল বামপন্থীরা।বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন হয় রবিবার।অভিভাবকরা ভোট দেওয়ার পর সন্ধা থেকে হয় ভোট গণনা।গণনা শেষে দেখা যায় বামপন্থী ছয় জন প্রার্থী (তার মধ্যে একজন মহিলা) জয়ী হয়েছেন তৃনমূলের প্রার্থীদের হারিয়ে। আগে ছয়জন সদস্যই ছিল তৃনমূলের।সিপিএম নেতা জুলফিকার আলি বলেন,মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ঠিকঠাক চলছিল না।অনেক অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে তাই মানুষ আমাদের জয়ী করেছে l যদিও তৃণমূল নেতা রাজা চ্যাটার্জি জানান মানুষ ভোট দিয়েছে, সেখানে যদি আমাদের কিছু ভুল থাকে তাহলে আগামী দিনে শিক্ষা নেব যদিও এর প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে নাlLatest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023