
।। স্বর্ণালী মান্না ।।
বুধবার প্রবল তুষারঝড় আছড়ে পড়ে কানাডার কিউবেকে । অন্ধকার ছেয়ে যায় গোটা এলাকায় । এর পাশাপাশি জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি । বৃষ্টির কারণে গোটা কিউবেক অঞ্চল ঢেকে যায় বরফে ।

প্রবল বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় তুষার ঝড়ও । সেই ঝড়ের দাপটে পড়ে যায় বহু গাছ । বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে মুহূর্তের মধ্যে গোটা এলাকা অন্ধকারে ছেয়ে যায় । অনেক বাসিন্দা বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন । গাছ পড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হয় বহু গাড়িও ।

কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, শুক্রবার রাতের মধ্যে শহরের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িগুলিতে বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করা সম্ভব হবে ।
Latest posts by news_time (see all)
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023
- প্রকাশ্য দিবালোকে খুন! - June 6, 2023
- ভুবনেশ্বর হাসপাতালের মর্গে খোঁজ মিলল যুবকের ! - June 6, 2023