তিন বারের মেম্বারের ভ্যান চালিয়ে কাটছে জীবন

।। উৎসব মণ্ডল ।।

বিভিন্ন দুর্নীতিতে তৃণমূলের একাধিক নেতা জেলবন্দী, নিত্য দিন প্রায় নতুন করে নাম জরাচ্ছে নেতাদের । তবে এসব কিছু থেকে বহু দূরে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চন্ডিগরের বছর ৬৩ রঞ্জন হাজরা । দূর্নিতি তাকে ছুতে পারেনি, বলছেন এলাকার সাধারণ মানুষ । তিন বারের পঞ্চায়েত সদস্য হয়েও ইঞ্জিন ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন ।

রঞ্জন বাবু যৌবনে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিলেন । কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল গঠন করেছিলেন । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে শ্রদ্ধা, ভালোবাসা থেকে তৃণমূল করতে শুরু করেন । বাম আমলে বুথ স্তরে কাজ করেছেন, হয়েছিলন মেম্বারও । সয়েছেন অনেক চোখ রাঙানি ।

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে জলেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর বুথের আরও দুই বারের মেম্বার তিনি । তবে জনপ্রতিনিধি হওয়ার পরেও কোন পরিবর্তন হয়নি তার জীবনে । প্রথমদিকে ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন, বর্তমানে তিনি ভ্যান ছেড়ে ইঞ্জিন ভ্যান চালান । প্রতিদিন সকালে গাইঘাটা বাজারের একটি রেশন দোকানে ইঞ্জিন ভ্যানে করে রেশন সামগ্রী টানার কাজ করেন ।

বস্তার পর বস্তা মাথায় করে সামগ্রী নিজেই ভ্যানে লোড করেন এবং ভ্যান থেকে নামান । সেখান থেকে বাড়ি গিয়ে নিজের মাঠের জমিতে চাষ করেন । এভাবেই নিজের সামর্থ্য অনুযায়ী একটি পাকা বাড়ি তৈরি করেছেন । তিন ছেলেদের মধ্যে বড় ছেলেকে বাড়িতে একটি সারের দোকান করে দিয়েছেন । মেজো ছেলে মাঠে চাষবাসের কাজ করেন এবং ছোট ছেলে বাবার সঙ্গে সহযোগিতা করেন ।

রঞ্জন বাবু জানান, ভ্যান চালিয়ে মাসের ঘরে ১০ থেকে ১২ হাজার টাকা ইনকাম হয় আর তাতেই তার পরিবার চলে যায় । তিনি মনে করেন কষ্ট করে আয় করা টাকায় নিজের জন্য কিছু করা ভালো । কারও কাছ থেকে দু টাকা খেলে তাতে মান-সম্মান যাবে এবং পরবর্তীতে কথা শুনতে হবে ।

তবে তাঁর আক্ষেপ, দল পুরনো কর্মীদের সেই ভাবে সম্মান দেয় না, তিনিও সম্মান পান না । দলের কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য মানুষের মধ্যে মাথানত করতে হয় ।রাজনীতিতে তেমন কিছু তিনি পাননি । তবে এ  সবে কোন আফসোস নেই তার স্ত্রী সন্তানের । স্বামীর এই স্বচ্ছ ভাবমূর্তিতে গর্ববোধ করেন তার স্ত্রী ।

এলাকাবাসীর কাছেও স্বচ্ছ, কর্মঠ-ভদ্র মানুষ হিসেবে পরিচিত রঞ্জন বাবু । তারা বলছেন, দলমত নির্বিশেষে রঞ্জন বাবু এলাকায় পরিষেবা দিয়ে আসছেন । দুর্নীতি তাকে ছুতে পারেনি । রঞ্জন বাবুকে একশোর মধ্যে একশো দিচ্ছেন তারা ।

রঞ্জন বাবুকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপিও । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, এই ধরনের মানুষকে সম্মান তৃণমূল দেয় না ।এর পাশাপাশি তিনি আরও জানান, দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল তাদের জায়গাও না ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube