
নিউজটাইম ওয়েবডেস্ক : আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ২টোয় কলকাতা থেকে চার্টার বিমানে করে সরাসরি হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নামবেন তিনি। সেখান থেকে চলে যাবেন মালঙ্গি বন বাংলোতে।ওইদিন সেখানেই থাকবেন তিনি। ১৮ তারিখ অর্থাৎ বুধবার সকাল দশটায় হাসিমারা বায়ু সেনা ছাউনি থেকে সরাসরি চপারে করে তিনি চলে যাবেন মেঘালয়া। সেখানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সেদিনই বিকেল চারটের মধ্যে আবার ফিরে আসবেন মালঙ্গি বন বাংলোতে। ১৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটায় কালচিনির সুহাসিনী চা বাগান ময়দানে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিন জেলার বিভিন্ন সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে সরাসরি তুলে দেবেন এই সরকারি অনুষ্ঠান থেকে। এছাড়াও একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠান সেরে ওইদিনই সরাসরি হাসিমারা থেকে তিনি রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023