তিক্ততা ভুলে প্রাক্তনের রিসেপশনে আলিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : সম্প্রতি বিয়ে সেরেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর। জয়সালমেরে ডেস্টিনেশন ওয়েডিং সেরে গতকাল মুম্বইতে নিজেদের বিয়ের রিসেপশন পার্টি দিয়েছিলেন। বলিউডের প্রায় সমস্ত তারকা নিমন্ত্রিত ছিলেন।সিনেমা জগতের মানুষদের উপস্থিতিতে যেন চাঁদের হাট বসেছিল। আর সেই রিসেপশনেই অতীত ভুলে উপস্থিত ছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। অভিনয়ের সেট থেকে তাঁদের রসায়ন গড়ায় ব্যক্তিগত জীবনেও।একসময় তাঁদের প্রেমের চর্চায় সরগরম হয়ে উঠেছিল টলিউড। যদিও সেই প্রেম টেকেনি শেষ পর্যন্ত। আলাদা হয় সিড আলিয়ার পথ।

এরপর অবশ্য থেমে থাকেনি আলিয়া সিদ্ধার্থের জীবন। দুজনেই নতুন করে প্রেমে পড়েছেন। নতুন জীবন শুরু করেছেন। আলিয়া বিয়ে করেছেন রনবীর কাপুরকে। সদ্য রনবীরের সন্তানের মা হয়েছেন। অন্যদিকে সিদ্ধার্থ গাঁটছড়া বেঁধেছেন কিয়ারার সঙ্গে। গতকাল তাঁদের রিসেপশনে আলিয়া ভাটকেও দেখা গেল।

অতিরিক্ত সাজেননি আলিয়া।শাড়ির সঙ্গে কেবল হিরের কানের পরেছেন। তবে রিসেপশন পার্টিতে দেখা যায়নি রনবীর কাপুরকে। তবে উপস্থিত ছিলেন রনবীরের মা নীতু সিং। শাশুড়ি বৌমা একসঙ্গে ছবিও দিয়েছেন পাপারাৎজিদের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube