তাড়াতাড়ি চলে গেলেন-তাপস পালের মৃত্যুতে শোকজ্ঞাপন অভিনেতা দেবের

নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের শুরুতে অভিনেতা তথা সাংসদ তাপস পালের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া থেকে রাজনৈতিক মহল। অভিনেতা দেব এই বিষয়ে জানান,

“সকালবেলা এরকম একটা খবর পাব, একেবারেই আশা করিনি। টলিপাড়া থেকে লোকসভা, সব জায়গাতেই এই মানুষটার সাহা‌য্য পেয়েছি। ‘চ্যালেঞ্জ-২’ আর ‘মন মানে না’ ছবিতে ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের প্রজন্মের কাছে তাপস পাল এমনই একজন অভিনেতা, যিনি বুদ্ধদেব দাশগুপ্ত-র ছবিতেও কাজ করেছেন, আবার একেবারে মূল ধারার কমার্শিয়াল ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন। আমাদের প্রজন্ম অভিনেতা বলতে তাপস পালের অভিনয় দেখেই বড় হয়েছে।

এই অভিনয় জগতের বাইরেও ওঁকে দেখেছি, এক জন অসম্ভব ভাল মানুষ হিসেবে। প্রচুর মানুষের জন্য কাজ করেছেন। অনেক মানুষকেই ঢাক না পিটিয়েই সাহায্য করতে দেখেছি ওঁকে।

তবে ওঁর শেষটা খুব খারাপ হল। এত ভাল মানুষ, এ রকম পরিণতি কেন হবে? হঠাৎ করেই কেন চলে যাবেন? এটা তো যাবার বয়স নয়। আমরা হয়তো আরও কাজ করতে পারতাম এক সঙ্গে। সেটা আর হল না। ভাল মানুষরা বড্ড তাড়াতাড়ি চলে যান”

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube