
নিউজটাইম ওয়েবডেস্ক : বর কনের বাড়ি বিয়ে করতে আসবে এটাই প্রথা । কিন্তু ব্যাতিক্রম তো আছে । বউ রীতিমতো রথে চড়ে তাসা বাজিয়ে বিয়ে করতে এল কনে । উত্তরপ্রদেশের লখনউয়ে এই বিয়ের সাক্ষী থাকল অতিথি অভ্যাগতরা । কণের এই কাণ্ডে বরের হিনমন্যতা আসেনি । বরং তাঁর প্রচ্ছন্ন সমর্থন ছিল তাঁর হবু বউয়ের এই উদ্যোগে ।
বিয়ের আয়োজন সম্পূর্ণ । বর ও পিঁড়িতে বসার জন্য তৈরি । তবে কনের বাড়ি বর গিয়ে বিয়ে করলেন না । বরং বউ এল রথে চেপে, রীতিমত তাসা ব্যন্ডপার্টি বাজিয়ে । বিয়ের আসরে অনেকেই অবাক হলে ও সকলেই কিন্তু উপভোগ করলেন নকনের এই কাণ্ড । লখনউয়ে এই বিয়ের আসর আর পাঁচটা বিয়ের থেকে আলাদা ছিল। বর ও বউয়ের সমান মর্যাদা দিয়েই বিয়ের আয়োজন করেছিল দুই পরিবার। তাঁরা বলছেন পুরুষতন্ত্রের আধিপত্য রয়েছে । সেটাকে ভাঙার জন্যই এই প্রচেষ্টা । যোগীর রাজ্যে এই উদ্যোগ সত্যি ই প্রশংসার দাবি রাখে ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022