নিউজটাইম ওয়েবডেস্ক :
নিয়োগ দুর্নীতিকাণ্ডে আবারও কলকাতার বুক থেকে উদ্ধার হল তাল তাল টাকা। উদ্ধার হল সোনাও।এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হল এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা অর্থাৎ শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে হাজতে রয়েছেন তিনি। তাঁর বিপুল সম্পত্তির খোঁজ পেয়ে ফ্ল্যাটে হামলা চালায় তদন্তকারী সংস্থা। সেখান থেকেই উদ্ধার এই সম্পত্তি।
সিবিআই জানতে
পারেন সার্ভে পার্ক এলাকায় শান্তিপ্রসাদ সিনহা জনৈক ব্যক্তির নামে একটি ফ্ল্যাট কিনে
রেখেছেন। আজ সেখানেই হানা দেয় সিবিআই। সেই ফ্ল্যাট থেকেই ৫০ লক্ষ টাকা ও দেড় কেজি সোনা
উদ্ধার হয়েছে। একই সঙ্গে দেড় হাজার চাকরি প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছে। নিয়োগ দুর্নীতিই কী এই সম্পত্তির উৎস? জানতে মরিয়া
রাজ্যবাসী।