
নিউজটাইম ওয়েবডেস্ক : দেখতে দেখতে ২২ পেরিয়ে ২৩ এ পা দিল নতুন বছর। খ্রিষ্টীয় নতুন বছর হলেও, পুরনো বছরের গ্লানি কাটিয়ে নতুন বছরকে সাদরে গ্রহন করে থাকেন আট থেকে আশির বাঙালি।দীর্ঘ ৩৬৫ দিন পেরিয়ে অনেকেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করতে চান। তাই পিকনিক স্পটের পাশাপাশি ভিড় জমে ধর্মীয় স্থানগুলিতে। আজও সেই ছবি অপরিবর্তিত।
নতুন বছরে, শীতের আমেজে ভিড় জমেছে শান্তিনিকেতন এবং তারাপীঠে। সকাল থেকেই তারাপীঠ মন্দিরের সামনে লম্বা লাইন। লক্ষাধিক ভক্ত ডালা নিয়ে অপেক্ষারত মায়ের দর্শন করতে। মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে নিজস্ব মহিমায়।গর্ভগৃহের সামনে একে একে পুজো দিচ্ছেন ভক্তরা।নতুন বছরের দুপুরে মা তারাকে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যায় আরতি করে শীতল ভোগ নিবেদন করা হবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023