
।।স্বর্ণালী মান্না ।।
কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেনদ্রের তরফ থেকে তামিলনাড়ুর রাজ্যপাল, আর এন রবিকে, আইনি নোটিস পেশ করা হয়েছে ।কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেনদ্রের পক্ষ থেকে এস পি উদয়কুমার এই পদক্ষেপটি নিয়েছেন ।তার দাবি রাজ্যপাল প্রতিবাদকারীদের অমর্যাদা করেছেন ।
নোটিসে জানান হয়েছে রাজ্যপাল, আন্দোলনকে ভিত্তিহীন ভাবে বিদেশি অর্থায়নে সমর্থিত বলে আখ্যা দিয়ে আন্দোলনে অংশগ্রহকারীদের অমর্যাদা করেছেন ।এতে রাজ ভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে ।
ঘটনার সূত্রপাত ৬ এপ্রিলে রাজ ভবন থেকে জারি হওয়া একটি বিজ্ঞপ্তি ।তাতে জানানো হয় দক্ষিণ ভারতের এই পারমাণবিক বিদ্যুৎ কেনদ্রে কাজ শুরু করলেই সুরক্ষা, জলবায়ু নিয়ে আন্দোলন শুরু হয়ে যায় ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ইউরোপ ও আমেরিকা থেকে আর্থিক সাহায্যের ফলেই এই আন্দোলন সাফল্য লাভ করছে ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023