
নিউজটাইম ওয়েবডেস্ক : তামাকজাত দ্রব্য ও কোনোরকম মাদক দ্রব্যের বিজ্ঞাপন করার ব্যাপারে ঘোর আপত্তি ছিল সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের পিতার। জানালেনমাস্টার ব্লাস্টার। বাবার সেই ইচ্ছাকে এখনও সম্মান জানিয়ে চলেছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান।
এক সংবাদ সংস্থার সাথে কথা বলতে গিয়ে সচিন জানান, টানা ২ বছর একই কারণে তার ব্যাটে কোনো স্টিকার ছিলনা। তিনি বাদে তার সমস্ত সতীর্থরা দুটি তামাকজাত দ্রবের সংস্থার বিজ্ঞাপন করছিলেন তাদের ব্যাটে। তেন্ডুলকার জানান, সেই সমস্ত সংস্থা তাকে পরামর্শ দেয় এই স্টিকার শুধু ব্যাটে লাগালেই তিনি বিশাল অঙ্কের পারিশ্রমিক পেতে পারবেন। কিন্তু তাঁর সীদ্ধান্ত থেকে তিনি একচুলও নড়েননি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022