তাপস পালের প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন দেবশ্রী, শোকের ছায়া টলি পাড়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলের ভোরেই টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পাল।  এদিন ভোর ৩ টে ৩৫ মিনিটে মুম্বইয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পালের এই অকাল প্রয়ানে শোক প্রকাশ করেছেন টলি পাড়ার বিভিন্ন তারকা থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই।

৬১ বছরের এই অভিনেতার প্রয়াণে এদিন শোক প্রকাশ করে স্মৃতিমেদুর হয়ে পড়েন তাঁর সহকর্মী তথা টলি অভিনেত্রী দেবশ্রী রায়। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না। একটার পর একটা ছবি করেছি আমরা।…”, এরপর ফের কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তাপস পালেই মৃত্যুতে তিনি ‌যে মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত তা এদিন তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়। দেবশ্রীর পাশাপাশি আদিন শোক প্রাকোস করেছেন অভিনেতার অপর এক সহকর্মী ঋতুপর্ণা সেনগুপ্তও। এছাড়া রচনা ব্যানার্জী বলেছেন, তাঁর মতো অভিনেতা টলিউড আর পাবে না।

তাপস পালের এই আকাল প্রয়ানকে ‘অপূরণীয় ক্ষতি’ বলেছেন তাঁর এক সহকর্মী বন্ধু চিরঞ্জিত চক্রবর্তী। এরসঙ্গেই তিনি পুরনো দিনের স্মৃতি চারণা করে তিনি বলেন, ‘আমরা হইহই করে একসঙ্গে কাজ করতাম। মিলেমিশে থাকতাম।..” দাদার কীর্তি’ ছবির প্রসঙ্গ টেনে তাপসের অভিনয়ের প্রশংসা করে চিরঞ্জিত বলেন, ‘ওই ভূমিকায় অভিনয় আমি করতে পারতাম না।’ তিনি আরও বলেন, “তাপসের শেষ জীবনটা অত্যন্ত খারাপ গেল, অত উজ্জ্বল ছেলের এই পরিণতি মানা যায় না।”

পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তও তাপস পালের প্রয়াণে শোক প্রকাশ করে বলেছেন, “অসম্ভব উঁচুদরের অভিনেতা ছিলেন তাপস পাল। তাঁর তুল্য অভিনেতা বর্তমান টালিগঞ্জে কার্যত নেই। ”। তবে তাপসের ‌যথা‌যথ মূল্যায়ন হয়নি বলেও দাবি করেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube