
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলের ভোরেই টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া। প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। এদিন ভোর ৩ টে ৩৫ মিনিটে মুম্বইয়ে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতা তথা রাজনীতিবিদ তাপস পালের এই অকাল প্রয়ানে শোক প্রকাশ করেছেন টলি পাড়ার বিভিন্ন তারকা থেকে শুরু করে রাজনৈতিক মহলের অনেকেই।
৬১ বছরের এই অভিনেতার প্রয়াণে এদিন শোক প্রকাশ করে স্মৃতিমেদুর হয়ে পড়েন তাঁর সহকর্মী তথা টলি অভিনেত্রী দেবশ্রী রায়। এদিন এক বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না। একটার পর একটা ছবি করেছি আমরা।…”, এরপর ফের কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তাপস পালেই মৃত্যুতে তিনি যে মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত তা এদিন তাঁর বক্তব্যেই স্পষ্ট হয়। দেবশ্রীর পাশাপাশি আদিন শোক প্রাকোস করেছেন অভিনেতার অপর এক সহকর্মী ঋতুপর্ণা সেনগুপ্তও। এছাড়া রচনা ব্যানার্জী বলেছেন, তাঁর মতো অভিনেতা টলিউড আর পাবে না।


Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023