তাঁর সঙ্গে কাজ করেছেন বনি, বিস্ফোরক কুন্তল

নিউজটাইম ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তারপরেই যেন গতি এসেছে তদন্তে। পেঁয়াজের খোসার মতো, পরতে পরতে উঠে আসছে বিস্ফোরক সব তথ্য। কুন্তল ঘোষের ব্যাঙ্কের সঙ্গে যাদের ব্যাঙ্কের সংযোগ রয়েছে, অর্থাৎ কুন্তলের ব্যাঙ্ক থেকে যাদের ব্যাঙ্কে টাকা পাঠানো হয়েছে, তাঁরা সকলেই রয়েছে ইডির নজরে। এরমধ্যে নাম পাওয়া যায় টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর।

চলতি সপ্তাহে বনিকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়। কিন্তু আজই তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। অন্যদিকে বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময় কুন্তল ঘোষ বনি প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, বনির সঙ্গে একাধিক ইভেন্টে কাজ করেছেন তিনি। যে টাকা বনির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, তা বনির পারিশ্রমিক-মাত্র।

অন্যদিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে বনিকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। জানা গিয়েছে, ২০১৭ সালে অন্য এক ব্যক্তি কুন্তলের সঙ্গে বনির যোগাযোগ করান।কুন্তল সিনেমা ও মিউজিক ভিডিও তৈরি করতে আগ্রহ দেখান, বলে জানা গিয়েছে।বনির কাছে কী কারণে টাকা পাঠিয়েছেন কুন্তল? বিস্তারিত জানতে চাইছেন ইডি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube