
জেলার ঠিকাদারদের কাজ না দেওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ আন্দোলন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বিদ্যুৎ ভবনে ।পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ দপ্তরের যেসব ঠিকাদাররা রয়েছেন তারা সারা বছর ধরে কাজ করেন । সে আমফান ঝড় হোক, আর ফণী ঝড়-ই হোক অনবরত কাজ করে চলেন তাঁরা । প্রাকৃতিক বিপর্যয় হলে বিদ্যুতের তার সহ বিদ্যুতের একাধিক ক্ষয়ক্ষতি হয় । সেই সময় দ্রুততার সঙ্গে সারাইয়ের কাজ করে দিতে হয় এইসব ঠিকাদারদের ।
পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ স্বাভাবিক রাখতে এইসব ঠিকাদারদের ওপরই নির্ভর করতে হয় বিদ্যুৎ দপ্তরকে । আরডিএসএস-এর টেন্ডার বাতিল করার পাশাপাশি সারা বছর জেলায় ২০০০ এরও বেশি ঠিকাদারদের রুজি-রুটিতে আঘাত করতে চাইছে ডি সি এল এমনটাই অভিযোগ ঠিকাদারদের ।
সোমবার পুরনো জেলা শাসকের দপ্তর থেকে মিছিল করে তমলুকের বিদ্যুৎ দপ্তর বিজলি ভবনে রাজ্য বিদ্যুৎ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন পূর্ব মেদনীপুর ইউনিটের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় । তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানালেন ঠিকাদার সংস্থার নেতৃত্বরা ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023