
নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপিকে কার্যত ধূলিস্মাৎ করে দিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছে আম আদমি পার্টি। রাজধানীর সিংহাসন দখলের হ্যাটট্রিক করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন কেজরিওয়াল। এই নিয়ে টানা তৃতীয়বার।
সূত্রের খবর, আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। বুধবার সকালে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। জানা গিয়েছে, কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তা তার কথার মাধ্যমে আভাস পাওয়া যায়। ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেন মমতা। তিনি বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। মানুষ উন্নয়ন চায়। শান্তি চায়। অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। অর্থনীতি, উন্নয়ন। এ সব নিয়ে না-ভেবে সব সময় বিভাজনের রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি। মিথ্যে গুজব ছড়িয়ে তারা হিংসার রাজনীতি করছে। এটা ভালো ভাবে নেয়নি মানুষ। সেই কারণেই মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লিতে একে একে হারের মুখ দেখেছে বিজেপি। লোকসভা ভোটে ক্ষমতায় এলেও তার পর থেকে যেখানেই ভোট হয়েছে, সেখানেই হেরেছে বিজেপি।’Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023