
নিউজটাইম ওয়েবডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে নাপোলির মাঠে হার এড়ালো বার্সেলোনা। গ্রিয়েজম্যানের ১-১ করল বার্সা। এদিন ছন্দে ছিলেন না মেসি। তার থেকে ও বড় কথা নাপোলির চার ফুটবলার সারাক্ষণ ঘিরে রাখলেন এল এম ১০ কে। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলের ভর করে নাপোলি নেমেছিল বার্সার বিরুদ্ধে। বল পজিশনে বার্সারই আধিপত্য ছিল। কিন্তু ১০জনের পায়ের জঙ্গল ভেদ হল মাত্র একবার।
উল্টোদিকে ৩০মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন মার্টিনসপায়ের জঙ্গল ভেদ হল মাত্র একবার। উল্টোদিকে ৩০মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন মার্টিনস। অনেক কষ্টে গ্রিয়েজম্যান সে গোল শোধ দিলেন ৫৭ মিনিটে। শেষ দিকে ভিদাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। ১০জনের বার্সেলোনা তবু চেষ্টা করেছিল তবে নাপোলি রক্ষণ ভাঙতে পারেনি।যদিও অ্যাওয়ে ম্যাচে গোল করে দ্বিতীয় লিগে অ্যান্ডভান্টেসে মেসিরাই। তবে ফিরতি লেগে কার্ড সমস্যায় পাওয়া যাবেনা সের্জিও বুসকেটস ও ভিদালকে.Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022