
নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারি স্কুলে ছাত্রীদের কাছে ডোনেশন বাবদ এক হাজার টাকা করে আদায়ের বিরোধিতা করে প্রতিবাদ বিক্ষোভ অভিভাবকদের।আসানসোলের গড়াই রোডস্থিত তুলসী রানী শিক্ষা নিকেতনের এই ঘটনায় উত্তেজনা।পরিস্থিতি সামাল দিতে স্কুলের মধ্যে পুলিশ।স্কুলের ঠিকা কর্মী ও শিক্ষক-শিক্ষিকাদের বেতনের টাকা দিতে ছাত্রীদের কাছ থেকে ১০০০ টাকা করে আদায় কে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন অভিভাবক অভিভাবিকারা।
যারা নিম্নবিত্ত বা গরিব পরিবার রয়েছেন তারা এই ডোনেশনের টাকা দিতে অপারগ বলে দাবি করে স্কুল চত্বরে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, সকলের সঙ্গে আলোচনা করে এই ডোনেশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই মতো ডোনেশন নেওয়া হচ্ছে। তবে এখন এ নিয়ে বিক্ষোভ হওয়ায় আগামীতে তারা ফের বৈঠকে বসে এ নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023