
কলকাতা পৌরসভা সরশুনার ১২৭ নম্বর ওয়ার্ডের যে দুটি ঝিল পানা হয়ে বুজে গিয়েছিল, অপরিষ্কার ছিল, সেই কারণেই ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায় । সেই ঝিল দুটি পরিদর্শনে এলেন আজ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র জানান খুব তাড়াতাড়ি এই দুটি ঝিল পরিষ্কার হবে এবং এখানে মাছ চাষ করা হবে। ববি বলেন,’অনেকদিন ধরেই পড়েছিল আমি আগে জানলে আগে করে দিতাম, আমি আগে জানতে পারিনি। এখন পুরো বিষয়টা জানতে পেরেছি তাই পরিদর্শনে এলাম, খুব তাড়াতাড়ি এই ঝিল দুটি আগের পরিস্থিতিতে ফিরে যাবে। এখানে ডেঙ্গু আতঙ্ক নেই কারণ নোংরা জলে ডেঙ্গু হয় না ।’ সাথে সাথে এলাকার মানুষকে আশ্বস্ত করলেন, ভয় পাওয়ার কোন দরকার নেই খুব তাড়াতাড়ি এই ঝিল দুটি আগের জায়গা ফিরে যাবে।
পাশাপাশি অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বললেন , ‘বর্ণবিদ্বেষ ভালো নয়, আমিও তো কালো।’
Latest posts by Priyanka Banerjee (see all)
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023