
ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার যথেষ্ট উদ্বিগ্ন। ইতিমধ্যেই বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। ডেঙ্গুর মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ বিকেলে নবান্নতে জরুরী বৈঠকে বসছেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। সমস্ত জেলা জেলা শাসকদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে থাকবেন সমস্ত জেলার পুলিশ সুপার এবং স্বাস্থ্য আধিকারিকরা। কিভাবে মোকাবিলা করা সম্ভব মূলত সে বিষয় নিয়েই আলোচনা হবে। জনস্বার্থে প্রচারের ক্ষেত্রে জোর দেওয়ার নির্দেশ দেবেন মুখ্য সচিব। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু অঞ্চলে ডেঙ্গুর প্রভাব যথেষ্ট। প্রভাব রয়েছে সল্টলেক রাজারহাট অঞ্চলেও। কলকাতা পুরসভা সহ বিভিন্ন পুরসভা ও মিউনিসিপালিটির প্রতিনিধিরাও এই বৈঠকে থাকছেন। বিভিন্ন দফতরে সচিবদের থাকা নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022