
নিউজটাইম ওয়েবডেস্ক : বছর শেষ হতে আর মাত্র তিন দিন। কিন্তু এ যে ডিসেম্বর মাস বোঝার উপায় নেই। অন্যান্য বছর ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়ে, কিন্তু এই বছর কপালে জমছে ঘাম।পাতলা গরম জামা পরেও দিব্যি কাটিয়ে দেওয়া যাচ্ছে। বঙ্গের চেনা শীতের ছবি বছর শেষের পথেও অধরা।
বুধবার সকালে বঙ্গ বেশ কিছুটা কুয়াশাচ্ছন্ন ছিল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বেলা বাড়লে কুয়াশা কমবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, জানিয়েছেন মৌসম ভবন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023