
নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউন হওয়ার পরে কেরালায় মদের বিক্রি বন্ধ হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার ঘটনা আসতে থাকে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এরপর সিদ্ধান্ত নেন চিকিৎসকের প্রেসক্রিপশনযুক্ত ব্যক্তিদের মদের সরবরাহ করা যাবে।আবগারি বিভাগকে এমনটাই নির্দেশ দিয়েছেন।
লকডাউনের জেরে রাজ্যে বহু নেশাগ্রস্ত মানুষ মদ গ্রহণ করতে সক্ষম হচ্ছেন না।তার ফলে কেউ কেউ নিয়ে ফেলছেন হঠকারী সিদ্ধান্ত।করে ফেলছেন আত্মহত্যা ও।তার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার, ত্রিশুর জেলার কোডুঙ্গলুরে, মদ প্রত্যাহারের জেরে এক যুবক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। অপরদিকে,কায়মকুলামের একটি ৩৮ বছর বয়সী ব্যক্তি মদ না পেয়ে শেভিং লোশন সেবন করেন।পেশায় নাপিত ছিলেন তিনি। যদিও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি মারা যান। কেরালা সরকারও আবগারি দফতরে বিনামূল্যে চিকিৎসা সরবরাহ করতে এবং লোকজনকে মাদকাসক্তি কেন্দ্রগুলিতে মদ্যপান প্রত্যাহারের লক্ষণযুক্ত ব্যক্তিদের ভর্তি করার আদেশ দিয়েছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022