
নিউজটাইম ওয়েবডেস্ক : জানুয়ারির শুরুতেও বাংলায় পারদ পতন না দেখে মনকষ্টে ভুগছিল শীত প্রেমিরা । আর তারপরেই পারদ পতন শুরু । হাড় কাঁপানো ঠাণ্ডা পড়েছে বঙ্গে । কলকাতার তাপমাত্রা কিছুটা বাড়লেও লাফিয়ে পারদ নামছে জেলা গুলোতে ।
শীতে বেশ অনেকটাই নীম্নমুখী পারদ উত্তর দিনাজপুরে।উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই মুহূর্তে সর্বোচ্চ তাপামাত্রা থাকছে ২০-২১ ডিগ্রির কাছকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তর-পশ্চিমে হাওয়া চলতে থাকায় শীতের প্রভাব আরও বেশি করে অনুভব হচ্ছে।সারাদিনই রোদের খুব একটা দেখা না মেলায় স্বাভাবিক ভাবে কাজকর্মে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে।শ্রমিকদের কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে।ঠান্ডা থাকায় কৃষকদের কাজে সমস্যা হচ্ছে। উত্তরবঙ্গের ঠান্ডাকে টক্কর দিয়ে বাড়ছে দক্ষিণবঙ্গে শীতের হাড়কাঁপানো ঠান্ডা । রুক্ষ মাটির জেলা পুরুলিয়ায় আজ শনিবার তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ৭ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কিছুটা কম রয়েছে জেলার ঝালদা বাঘমুন্ডী সহ বান্দোয়ানের মত জঙ্গলমহল এলাকাগুলিতে। পুরুলিয়া জেলা তার শীতলতম দিনের রেকর্ড প্রতিদিন নিজেই ভাঙছে এবং গড়ছে। ঠান্ডায় কাবু জলপাইগুড়ি জেলা। কুয়াশাচ্ছন্ন, ঠান্ডা হাওয়ার দাপট মাঝেমধ্যে চলছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা সকাল থেকেই ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে যাচ্ছে ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রার পারদ নামতে নামতে আজ বীরভূমে ৯ ডিগ্রির নিচে পৌঁছলো। আজ শ্রীনিকেতনের তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। প্রচন্ড কনকনের ঠান্ডা অনুভব করছেন আপামর বীরভূমবাসি। উত্তর পশ্চিম হাওয়া ও রয়েছে মাঝেমধ্যেই। ভোর থেকে কিছুটা কুয়াসার দাপটও অনুভব করা যাচ্ছে। এক কথায় জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গে। আজ নদীয়া জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কুয়াশা থাকলেও সকাল হতেই রোদ উঠেছে কিন্তু উত্তরের বাতাস বইছে যার ফলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে জেলায়।Latest posts by Priyanka Banerjee (see all)
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023