
নিউজটাইম ওয়েবডেস্ক :
ট্যাংরায় গৃহবধূকে নিগ্রহ কান্ডে থানা ঘেরাওয়ের হুমকি দিয়ে বিক্ষোভে দেখালেন এলাকার মহিলারা। তাঁদের অভিযোগ, ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করেছে অভিযুক্তরা। তাই ঘুষ দেওয়ার জন্য হাতে টাকা নিয়ে গোবিন্দ খটিক রোডে রাস্তায় বসে পড়েছেন ট্যাংরার মহিলারা। এদিন পথ অবরোধ করে তাঁরা বলেন, “আমরাও পুলিশকে ঘুষ দিতে তৈরি। মিথ্যা বলা বন্ধ করুক পুলিশ।“
ট্যাংরায় গৃহবধূকে অপহরণের অভিযোগ ও তাঁকে বাঁচাতে গিয়ে শ্বশুরের মৃত্যুর ঘটনায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানায়, মহিলাকে জোর করে গাড়িতে তোলার তেমন কোনও প্রমাণ ফুটেজ থেকে পাওয়া যায়নি। তবে ঘটনার আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা যদি পুলিশকে মিথ্যা অভিযোগ করেন তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই ঘটনার পরেই পুলিশের সাথে সংঘাত বাঁধে ওই গৃহবধূর পরিবারের। এর পরেই ট্যাংরা থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্যাংরের মহিলারা।
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023