
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রসাশনের উদ্যোগে আসানসোলের আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত টোটো চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে আসানসোলের হটন রোড মোড়ে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের। শুক্রবার তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধ করে টোটো চালকরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছায়। টোটো চালকদের দাবি, জিটি রোড পারাপার করার অনুমতি দেওয়া হোক।প্রায় আধঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।পরে পুলিশ ও তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের আশ্বাসে অবরোধ উঠে যায়।
Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023