
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। গৌতম রায় ।।
বর্ডার গাভাসকর ট্রফি মাঝপথে। সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। তৃতীয় টেস্ট শুরু হতে কয়েক দিন বাকি আছে। এর মধ্যে টেস্ট সিরিজের মাঝেই একদিনের সিরিজের তোড়জোর শুরু হয়ে গেল। ভারতের সাদা বলের বিশেষজ্ঞদের কয়েক জনকে এনসিএতে ডেকে পাঠানো হল। সেখানে স্বল্পমেয়াদি ফিটনেস ও স্কিল ক্যাম্প হবে। এর মধ্যেই উমরান মালিক ও যজুবেন্দ্র চাহাল এনসিএতে ট্রেনিং করছেন। টেস্ট দলের বেশিরভাগ সদস্য-যাঁরা একদিনের দলেও আছেন তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। কয়েকজনকে ডাকা হচ্ছে এনসিএতে। ব্যক্তিগত কাজ মিটিয়ে খুব শীঘ্রই এনসিএ-র শিবিরে যোগ দেবেন একদিনের দলের সহঅধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। একই সঙ্গে যোগ দিতে চলেছেন শার্দূল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023