
নিউজটাইম ওয়েবডেস্ক : গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে ‘বিশ্ব মহামারি’ হিসাবে ঘোষনা করেছে। এরই মধ্যে আগামী ২৪ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয় কুমার অভিনিত অ্যাকশন থ্রিলার ‘সূর্যবংশী’। কিন্তু করোনার জেরে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ সহ সিনেমা হলও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। তাই এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল এই ছবির মুক্তির দিন।
এদিন অক্ষয় কুমার, রোহিত শেট্টির প্রযোজনা সংস্থার তরফে প্রকাশিত একটি নোটিশ ট্যুইটারে শেয়ার করেন। সেখানে লেখা, “সূর্যবংশি আমাদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা। এক বছরেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রমের ফসল এই ছবি। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। আপনাদের কাছে এই ছবিটি উপস্থাপিত করতে আমরা বেশ আগ্রহী, কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের জেরে আমাদের প্রিয় শ্রোতাদের স্বাস্থ্য এবং সুরক্ষা র কথা মাথায় রেখে ‘সূর্যবংশি’র মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি” এরপর ট্যুইটের ক্যাপশনে অক্ষয় কুমার তাঁর ভক্ত তথা দেশবাসীর উদ্দেশ্যে লেখেন, “আপনদের নিরাপত্তা সবচেয়ে আগে। নিরাপদ থাকুন এবং নিজেদের যত্ন নিন।” অক্ষয় কুমারের নতুন ছবি ‘সূর্যবংশী’ ছবিটি পরিচালনা করছেন রোহিত শেট্টি। অক্ষয় কুমার রোহিতের এই ছবিতে চতুর্থতম অভিনেতা যিনি পুলিশের চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘সিম্বা’তে রণবীর সিং, ‘সিংঘম’ ও ‘সিংঘম রিটার্নস’-এ পুলিশের চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগনকে। ‘সূর্যবংশী’তে সন্ত্রাস দমন শাখার এক মুখ্য আধিকারিকের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এছাড়া এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023