টিউশন পড়তে গিয়ে বিপত্তি, গাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : টিউশন পড়ার জন্য বাড়ি থেকে সকালেই বেরিয়েছিল সে। কিন্তু আর বাড়ি ফেরা হলনা বছর তেরোর ওই ছাত্রের। গরু বোঝাই একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল তার। এমন মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাট্ ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ি পালের বাড়ি এলাকায়। এদিন সকালে গরু বোঝাই একটি টাটা এসির ধাক্কায় মৃত্যু হয় স্কুল ছাত্রের ৷ মৃত ওই ছাত্রের নাম সন্তোষ রায়। পদমতি কামারটাড়ি এলাকার বাসিন্দা সে। ওই একই গাড়ির ধাক্কায়  এদিন আহত হয় সুদিপ রায় নামে আরো এক ছাত্র। তারা দুজনেই জোড়পাকড়ি আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র৷

এদিন সকালে জোড়পাকড়ি পালের বাড়ি একাকায় টিউশন পরতে ‌যায় তারা৷ ওই সময় গরু বোঝাই একটি গাড়ি তাদের ধাক্কা মারে। ধাক্কা আতটাই গুরুতর হয় ‌যে সেখানের মৃত্যু হয় সন্তোষ রায় নামের ওই ছাত্রের। প্রণে বাঁচলেও গুরুতর আহত হয় অপর এক ছাত্র তথা সুদিপ রায়। এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হন স্থানীয়রা ‌যে তাঁরা ঘাতক সহ মোট দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেন।

খবর পেয়ে দমকল ঘটনাস্থলে আসলেও দমকলকর্মীদের তাড়া করেন উত্তেজিত জনতা। জনতার তাড়া খেয়ে ঘটনাস্থল থেকে ফিরে যায় দমকল৷ তারপরেই এলাকায় পৌছয় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ বাহিনীও সেখানে বিক্ষোভের মুখে পড়ে। অবশেষে জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামার নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ও র‍্যাফ এলাকায় পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube