
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বেলাশুরু’ সিনেমার ‘টাপা টিনি’ গানটি মুক্তি পেতেই ভালোবাসার বন্যা বয়েছে সামাজিক মাধ্যমে।ভিডিওতে রিলস এ মাতামাতি পড়ে গিয়েছিল এই গান নিয়ে। আজও এই গানের জন্য শ্রোতাদের ভালোবাসা একটুও কমেনি। বড়দের পাশাপাশি এই গানটি মন কেড়েছে ছোটদেরও। গানের কথায় সুরে এখনও মাতোয়ারা প্রজন্ম।
অনিন্দ্য চট্টোপাধ্যায় এর কথায় সুরে গানটি গেয়েছেন, ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালি চ্যাটার্জী। সম্প্রতি ট্রেনে সফর করছিলেন ইমন।‘টাপা টিনি’ গানটির ভক্ত, এক খুদের ঘটনা ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে, বাবার কোলে কাঁদছে ছোট্ট এক কন্যা। ইউটিউব থেকে ‘টাপা টিনি’ গানটি চালাতেই থেমে যায় কান্না। চোখে আসে ঘুমের আবেশ।ফোনটি ধরে ছিলেন ইমন। সঙ্গে পুরো ঘটনার ভিডিও করেছেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই একরত্তির ‘টাপা টিনি’ প্রেমে আদরের বন্যা বইছে।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023