টানা ৬ ঘন্টা জেরার পর এনসিবি দফতর থেকে বেরোলেন রিহা

নিউজটাইম ওয়েবডেস্ক : টান টান উত্তেজনার পর অবশেষে এনসিবির দফতর থেকে আজকের মতো বেরোলেন অভিনেত্রী রিহা চক্রবর্তী। জানা যাচ্ছে প্রায় ৬ ঘন্টা জেরার পর এদিন সোয়া ছ’টা নাগাদ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস থেকে বেরোতে দেখা যায় সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিহাকে। তবে আগামীকাল ফের তাঁকে জেরার জন্য আসতে হবে বলে জানানো হয়েছে।

এনসিবি সূত্রের খবর, এদিন রিহার মুখোমুখি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, চক্রবর্তী, হাউজ হেল্প দীপেশ সাওয়ান্তকে বসিয়ে জেরা করা হয়। যদিও অভিনেত্রী মাদক সেবনের অভিযোগ অস্বীকার করলেও মাদক কেনার অভিযোগ কিন্তু স্বীকার করে নিয়েছেন। তবে তিনি কি কারণে মাদক কিনতেন, আর সেই মাদকই সুশান্তকে দেওয়া হত কিনা সেই নিয়ে আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, এদিন সকাল সকাল এনসিবির একটি দল রিহার ফ্ল্যাটে উপস্থিত হয়। হাতে ছিল সমনের কাগজপত্র। সঙ্গে ছিলেন সান্টাক্রুজ থানার দুই মহিলা কনস্টেবলও। ফ্ল্যাটে পৌঁছে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়ছিল উনি নিজে  আসবেন নাকি এনসিবি আধিকারিকরা তাঁকে নিয়ে আসবেন? তবে উনি নিজেই আসবেন বলে অফিসারদের জানিয়েছিলেন। অতঃপর তাঁকে সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে বেলা ১২টার কিছু পরে ব্যালাড এস্টেট এলাকার অফিসে উপস্থিত হন অভিনেত্রী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube