টানা ৫ দিন ভারতে করোনা যুদ্ধে জয়ী ৩০,০০০-র বেশি রোগী, বেড়েছে সুস্থতার হার

নিউজটাইম ওয়েবডেস্ক : দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০,০০০-এর আশপাশে থাকলেও গত কয়েকদিনে রোজ ৩০,০০০-এর বেশি রোগী সুস্থ হয়ে উঠছেন। তার ফলে ভারতে করোনায় সুস্থতার হার ৬৪ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৮৩,১৫৬। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭,৭০৩ জন নয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। যা সোমবারের রেকর্ড বৃদ্ধির তুলনায় ২,০০০ কম। যদিও এই নিয়ে টানা ছ’দিন ৪৫,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানেই উদ্বেগ শেষ হয়নি, চলতি মাসেই ৮৫৪,৭৩৩ জন করোনার কবলে পড়েছেন।

তবে সবথেকে বড় স্বস্তি দিয়েছে সুস্থ রোগীর সংখ্যা। এই নিয়ে টানা পাঁচদিন ভারতে ৩০,০০০-এর বেশি রোগী করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫,১৭৬ জন রোগী সেরে উঠেছেন। ফলে ভারতে মোট ৯৫২,৭৪৩ জন করোনা লড়াইয়ে সুস্থ হয়েছেন। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪.২৩ শতাংশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube