
নিউজটাইম ওয়েবডেস্ক : পরপর দু’দিন ভারতে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। শুক্রবারের সর্বাধিক আক্রান্তের যে রেকর্ড তৈরি হয়েছিল, শনিবার তার থেকে প্রায় ২,০০০ জন বেশি সংক্রমিত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮,৩১৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২২,৭৭১ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। যা একদিনে সর্বোচ্চ। শুক্রবার (বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা) সেই সংখ্যাটা ছিল ২০,৯০৩। আগামী কয়েকদিন এই হারে দৈনিক আক্রান্তের হদিশ মিললে পরের সপ্তাহের মঙ্গলবারের মধ্যে ভারতে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শুক্রবার তুলনায় শনিবার মৃতের সংখ্যাও বেড়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে যেখানে ৩৭৯ জনের মৃত্যু হয়েছিল, পরের ২৪ ঘণ্টায় সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪২। ফলে সবমিলিয়ে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১৮,৬৫৫ জনের। অন্যদিকে, করোনাকে হারিয়ে ফেরার রোগীর সংখ্যা প্রায় চার লাখের কাছে পৌঁছে গিয়েছে। বর্তমান হারে সুস্থ রোগীর সংখ্যা বাড়লে, রবিবারই চার লাখের গণ্ডি ছাড়িয়ে যাওয়া নিশ্চিত। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪,৩৩৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে জয়ী হয়েছেন ৩৯৪,২২৬ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬০.৮ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022