টানা ১৫ দিন পুজোর ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা, ২০২১ সালের তালিকা প্রকাশে নবান্ন

নিউজটাইম ওয়েবডেস্ক : নাগাড়ে ১৫ দিন দুর্গাপুজো উপলক্ষে ছুটি উপভোগ করতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি নবান্ন থেকে প্রকাশিত ২০২১ সালের জন্য সরকারি ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে এই তথ্য জানা গিয়েছে। 

নবান্ন প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের পুজোর ছুটি শুরু হবে ১৭ অক্টোবর, প্রতিপদ থেকে। ছুটি শেষ হবে ৩১ অক্টোবর। অর্থাৎ লাগাতার ১৫ দিন বন্ধ থাকবে সমস্ত রাজ্য সরকার পরিচালিত দফতর। 

২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকুরিরতরা পুজোর ছুটি-সহ মোট৩৯ দিন ছুটি পাবেন। এই তালিকায় শনিবার ও রবিবার ধরা হয়নি। তবে সরকারি কিছু ছুটি রবিবার পড়ায় মোট ছুটির সংখ্যা খানিক কমেছে। এই তালিকায় রয়েছে ঈদ-উদজোহা, কালীপুজো, স্বাধীনতা দিবস ও দুর্গাষ্টমী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাজের ফাঁকে সকলেরই ছুটি প্রয়োজন হয়। তাই সম্ভব হলে তিনি ছুটি মঞ্জুর করতে দ্বিধা করেন না। রাজ্য সরকারি ছুটির তালিকায় বেস কিছু নতুন উৎসব যুক্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে বৈশাখী, হূল উৎসব, করম পুজো ও সব-এ-বরাত।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube