‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী ভাইরাল সামাজিক মাধ্যমে

নিউজটাইম ওয়েবডেস্ক : টাইটানিকের মূল চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন কেট উইন্সলেট।জিতেছেন একাধিক অস্কার। এবার জিতলেন নেটিজনদের মন। সম্প্রতি কেট’এর সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন নবীন সাংবাদিক মার্থা। বয়স বেশি নয়, বেশ ভীত হয়েই দাঁড়িয়েছিলেন অভিনেত্রীর সামনে।সাক্ষাৎকার দেওয়ার আগেই কেট জানতে পারেন, সাংবাদিক তাঁর জীবনের প্রথম ইন্টারভিউ নিচ্ছেন। তারপর কেট যা বললেন, তা ভাইরাল সামাজিক মাধ্যমে।

কেটের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে কেট সাংবাদিককে জিজ্ঞেস করছেন, ‘এই প্রথমবার ইন্টারভিউ করছ তুমি?’ মার্থা তাঁর কথায় সম্মতি দিলে কেট বলেন, ‘আমাদের ইন্টারভিউ সেরা হবে। কেন বলতো? কারণ আমরা ঠিক করেছি তাই।’ কেট আরও বলেন, ‘আমি আর তুমি, আমরা এক্ষুনি ঠিক করলাম এই ইন্টারভিউ শ্রেষ্ঠ হবে। তোমার আমাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। তোমার যা মন চাই তুমি আমাকে জিজ্ঞেস করতে পার। সবকিছু খুব সুন্দর হবে।’

এই ভিডিওটি বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা কেট’এর এই বিনয় দেখে খুবই প্রশংসা করছেন। যখন সামান্য খ্যাতিতে অভিনয় জগতের মানুষদের মা উঠে যেতে শুরু করে মাটি থেকে। সেখানে অস্কারজয়ী অভিনেত্রীর এই ব্যবহার দেখে শিক্ষা নিচ্ছে সাধারণ মানুষ।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube