ঝা চকচকে বাড়ি, আবাস যোজনার তালিকায় প্রধানের স্বামীর নাম

নিউজটাইম ওয়েবডেস্ক : সরকারি আবাস যোজনার তালিকায় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং শাশুড়ির নাম। চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গ্রামের সাধারণ মানুষকে বঞ্চিত করে স্বজন পোষণ করেছেন তৃণমূল নেতা এবং প্রধানরা, অভিযোগ বিজেপির। সরকারি ঘর পাওয়ার যোগ্য নয় এমন কোন ব্যক্তির নাম তালিকায় থাকলে তা বাদ যাবে। দল কাউকে এই ধরনের কাজ করার পরামর্শ দেয়নি। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রতিক্রিয়া তৃণমূলের।        

ঝা চকচকে বাড়ি। অথচ আবাস যোজনার তালিকায় নাম রয়েছে চাঁচল ২ নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাস্তারা খাতুনের স্বামী হবিবুর সাত্তার ও শাশুড়ি উমেযান বেওয়ার। যদিও প্রধানের দাবি ২০১৮ সালে এই তালিকা তৈরি হয়েছিল দলের কোন কর্মী তালিকায় নাম পাঠিয়ে দিয়েছে। লিস্ট দেখে তিনি জানতে পারেন যে তার স্বামী এবং শাশুড়ির নাম রয়েছে। তিনি নিজে কখনো আবেদন করেননি। নাম বাদ দেওয়ার জন্য আরজিও জানানো হয়েছে বলে তিনি জানান।   

তার স্বামী হবিবুর সাত্তার বলেন, ২০১৮ সালে আমাদের কাচা বাড়ি ছিল তাই কোন ভাবে নাম চলে এসেছে। নাম বাতিলের জন্য বিডিওর কাছে আবেদন জানিয়েছি। উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রতন দাস বলেন, সাধারণ মানুষ ঘর পাচ্ছে না অথচ তৃণমূলের নেতা নেত্রীরা স্বজন পোষণ করেছে। আমরা এদের বিরুদ্ধে আন্দোলনে নামবো।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube