
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
বসন্তের শুরুতেই জয়ে ফিরল পিএসজি। ফরাসি কাপ, চ্যাম্পিয়ন্স লিগে হারের ধাক্কা কাটিয়ে লিগ ওয়ানে জয় পেল প্যারিস জায়ান্টরা। সাত গোলের টান টান একটা ম্যাচ, পরতে পরতে উন্মাদনা। শেষ পর্যন্ত মেসি ম্যাজিকে ভর করেই লিলেকে ৪-৩ গোলে হারাল পিএসজি। মেসি-নেইমার-এমবাপে ত্রিফলায় বিদ্ধ লিলে। ম্যাচের শুরুতেই এমবাপে-নেইমারের সৌজন্যে ২ গোলে লিড নিয়ে নেয় গালতিয়েরের দল। তবে ২ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে এগিয়ে যায় লিলে। কিন্তু ৮৭ মিনিটে এমবাপে দলকে সমতায় ফেরালেন, আর ম্যাচের একেবারে শেষ দিকে মেসির বা পায়ের যাদুতে জয় নিশ্চিত হল। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল প্যারিস জায়ান্টরা। জয়ের মধ্যেই পিএসজি শিবিরে ফের চোটের উদ্বেগ। সদ্য চোট কাটিয়ে দলে ফেরা নেইমার ফের চোট পেলেন। লিলে ম্যাচে দ্বিতীয়ার্ধে বিপক্ষের ফুটবলার বেঞ্জামিনের সঙ্গে সংঘর্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। স্ট্রেচারে করেই মাঠ ছাড়লেন নেইমার, কতদিন মাঠের বাইরে থাকতে হবে দলের তারকা ফরোয়ার্ডকে তা নিশ্চিতভাবে প্যারিসের দলটির পক্ষ থেকে জানানো হয়নি।আপাতত দলের মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণে রয়েছেন নেইমার। বিশ্বকাপে একই জায়গায় চোট পাওয়া নেইমার, দুটি ম্যাচে খেলতে পারেননি। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, নেইমারের চোট কিন্তু পিএসজির জন্য অশনি সংকেত।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023