Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

জয়েন্ট এন্ট্রান্স মেইন নিয়ে মিথ্যে নোটিশ থেকে সতর্ক করল এন টি এ

নিউজটাইম ওয়েবডেস্ক : জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা  সংক্রান্ত একটি ভুয়ো নোটিশ সম্পর্কে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

মঙ্গলবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল বিনীত জোশি জানিয়েছেন, সম্প্রতি এনটিএ-এর নজরে এসেছে , ১৪ এপ্রিল ২০২০ তারিখের একটি ভুয়ো সরকারি নোটিশে জয়েন্ট এন্ট্রান্স মেইন  পরীক্ষার দিন জুলাই মাসের প্রথম সপ্তাহে পিছানো নিয়ে মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়ে চলেছে।

এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে, একমাত্র এন টি এ-এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়া আর কোনও বিবৃতি বিশ্বাস না করতে।

এই ধরনের ভুয়ো প্রচারে আমল না দেওয়ার জন্যও পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে এন টি এ।পাশাপাশি, ভুয়ো তথ্য প্রচার করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইন মতো এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছে এই সংস্থা।

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons