জয়ী বাইরন, সাগরদিঘি উপনির্বাচনে উলট পুরান

নিউজটাইম ওয়েবডেস্ক : ২৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হল বাম-কংগ্রেস জোট।জয়ী হল প্রার্থী বাইরন বিশ্বাস। উচ্ছ্বসিত সমর্থকরা ইতিমধ্যেই আবিরে আবিরে ছরিয়ে দিয়েছে জয়ের উচ্ছ্বাস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক সুব্রত সাহা। একবার নয়, পরপর তিনবারের জয়ী প্রার্থী ছিলেন তিনি।কিন্তু তিনি প্রয়াত হলে আবারও উপনির্বাচন করা হয়। এই নির্বাচনেই বাম কংগ্রেস জোট উলটে দিল পাশা।

বিপুল ভোটে জয়ী হল সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তৃণমূল ও বিজেপি তেমন ফল করতে পারেনি, জয়ের মুখ দেখতেই সাগরদিঘি ছুটে গিয়েছিলেন অধীর চৌধুরী। সেখানে গিয়ে কার্যত হুঙ্কার দিলেন তিনি, বললেন, ‘মমতা অপরাজেয় নন।’তিনি আরও বললেন, ‘মমতাকে হারাতে পারে একমাত্র কংগ্রেস,তার প্রমাণ দিল সাগরদিঘি।’

বাইরনের জয়ে এই প্রথম বিধানসভায় টিকিট পেল বাম-কংগ্রেস জোট। অধীরের বক্তব্য এই নির্বাচনে ফ্যাক্টর হয়েছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা।একই সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন বামফ্রন্টকেও। বাইরন ঝড়ে এখন মাতোয়ারা সাগরদিঘি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube