
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ২ ঘনিষ্ঠের জয়পুরের বাড়িতে অভিযান চালালেন আয়কর দফতরের আধিকারিকরা। জানা গেছে, গেহলটের অনুগামী বলে পরিচিত রাজীব অরোরা এবং ধর্মেন্দ্র রাঠোরের বাড়িতেই ওই আয়কর হানা হয়েছে। রবিবার দিনভর রাজস্থান সরকারের অন্দরমহলে উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলটকে নিয়ে চাপানউতোর চলে। কেননা কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করেন তিনি। ফলে গতকাল (রবিবার) গভীর রাতেই ঘর গোছাতে বৈঠকে বসে রাজস্থানের শাসক দল। বৈঠকের পরে জানানো হয় যে, রাজস্থান সরকারের কাছে যথেষ্ট সমর্থন আছে, তাই কোনওরকম সঙ্কটের মেঘ তাঁদের উপর ঘনায়নি। এরপরেই বিনা মেঘে বজ্রপাত। রাজস্থান কংগ্রেসের সহ-সভাপতি রাজীব অরোরা এবং হেভিওয়েট নেতা ধর্মেন্দ্র রাঠোরের বাসভবনে অভিযান চালায় ভারতীয় আয়কর দফতর।
এর আগে রাজস্থানে সরকার ফেলে দেওয়ার চেষ্টায় বিধায়ক কেনাবেচার অভিযোগে মামলা দায়ের করে অশোক গেহলট সরকারের স্পেশাল অপারেশনস গ্রুপ৷ এর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজস্থানের রাজনীতির আঙিনা৷ জানা গেছে, স্পেশাল অপারেশনস গ্রুপের দায়ের করা এফআইআর-এ তাঁর দিকে অভিযোগের তির থাকায় ক্ষুব্ধ হন শচীন পাইলট এবং তারপরেই গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি৷ ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় নির্বাচনের পর কংগ্রেসের ঝুলিতে আসে ১০৭টি আসন, সরকার গড়ার সময় ১২ জন নির্দল বিধায়কের সমর্থনও যায় কংগ্রেসের পক্ষেই। এছাড়াও রাষ্ট্রীয় লোকদল, সিপিএম, এবং ভারতীয় ট্রাইব্যাল পার্টি অশোক গেহলটকে সমর্থন জানায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022