
।। স্বর্ণালী মান্না ।।
চলে গেলেন হ্যারি বেলাফন্টে ।শিল্পের জগতে এক বহুমুখী প্রতিভার জীবনাবসান ঘটল ।তার বহু বছরের বন্ধু ও মুখপাত্র কেন সানশাইন জানিয়েছেন, ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন । প্রয়াণকালে তার বয়শ হয়েছিল ৯৬ বছর ।
শুধু গানই নয়, তাঁর জীবনের অনেকটা অংশ জুড়ে ছিল আন্দোলন ও প্রতিবাদ ।অনবরত লড়াই চালিয়ে গেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে ।একই সাথে আন্দোলন চালিয়ে গেছেন কৃষ্ণাঙ্গ শিল্পীদের জন্য ।
তবে তাঁর যাত্রা পথ কোনদিনও সহজ ছিল না ।এক শ্রমিক পরিবারের ছেলে, ছিলেন ডিস্লেক্সিয়ার শিকার । তবে তা সত্ত্বেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌসেনায় যোগদান করেন । তারপর এক হোটেলে করেন জ্যানিটরের চাকরি । এখানেই তিনি পান “আমেরিকান নিগ্রো থিয়েটারের” টিকিট । সিদ্ধান্ত নিলেন অভিনয় ও গান শেখার । তারপর “জ্যামাইকা ফেয়ারওয়েল” , “মাটিল্ডা”-র মতো একের পর এক জনপ্রিয় সঙ্গীত রচনা করতে থাকেন ।
এমি থেকে গ্র্যামি-পেয়েছেন একের পর এক পুরস্কারও ।অবশেষে এল তাঁর শ্রোতাদের ফেয়ারওয়েল বলার সময় । ৯৬ বছর বয়সে বিদায় নিলেন “ক্যালিপ্সো” সম্রাট ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023