
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘এয়ার ইন্ডিয়া’ সংস্থার বিমানের খাবারে হেঁটে বেড়াচ্ছে জ্যান্ত পোকা। ইকোনমি নয়, তাও আবার বিজনেস ক্লাসে। মঙ্গলবার সকাল থেকেই সেই ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। জনৈক ‘মহাবীর জৈন’ নামে এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। প্রমাণস্বরূপ ছবিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে।
ওই যাত্রী ছবি সহ ‘এয়ার ইন্ডিয়া’র উদ্দেশে লিখেছেন, ‘বিজনেস ক্লাসের খাবারের সঙ্গে পোকামাকড় দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা মানা হয়েছে বলে মনে হচ্ছে না।‘ যাত্রির ওই টুইটের পরই নড়েচড়ে বসেছে ‘এয়ার ইন্ডিয়া’ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়েছন বিমান সংস্থা। টাটার সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’র তরফে ওই যাত্রীকে সমস্ত তথ্য দিতে বলা হয়েছে, যাতে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ। তবে এই প্রথম নয়, এর আগে বিশিষ্ট শেফ সঞ্জীব কাপুরও ‘এয়ার ইন্ডিয়া‘র খাবারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023