নিউজটাইম ওয়েবডেস্ক : গত আড়াই মাস লকডাউনের পর অবশেষে সোমবার থেকে সরকারের নির্দেশে খোলা হয়েছে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। সরকারি অফিসগুলিতে কর্মচারীদের ৬০ শতাংশা গাজিরা থাকায়, সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা ছিল। তাই এবার নবান্ন সুত্রে সাফ জানিয়ে দেওয়া হয় জ্বর, সর্দি কাশির মতো কোনও উপসর্গ থাকলে কর্মচারীদের অফিসে আসতে হবে না।
মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে এবিষয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। সেখানে জ্বর, সর্দি, কাশি থাকলে সরকারি অফিসার ও কর্মচারীদের অফিসে আসতে নিষেধ করার পাশাপাশি আরও কর্মীদের জন্য আরও বেশ কিছু নতুন নিয়ম জারি করল রাজ্য সরকার। এদিন অর্থ দফতরের নির্দেশিকায় য়ে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হয়-- জ্বর, সর্দি, কাশির মতো করোনার উপসর্গ গুলি থাকলে সরকারি অফিসার ও কর্মচারীদের অফিসে আসতে হবেনা।
- কনটেইনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। তাঁরা বাড়ি বসেই কাজ করতে পারবেন।
- র্মী ও অফিসারদের মুখোমুখি বৈঠক করতে নিষেধ করা হয়েছে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই সেই বৈঠক সারতে হবে।
- প্রতিটি কর্মীর মধ্যে ২ মিটারের দূরত্ব বজায় রেখতে হবে।
- একটি অফিস ঘরে ১০ জনের বেশি কর্মচারী বসতে পারবেননা।
- ৭০ শতাংশ হাজিরা না থাকলেও চলবে।
- যাঁরা অফিসের উচ্চ পদে রয়েছেন এবং যাঁদের অফিসে আলাদা ঘরে একা বসেন বা চেম্বার রয়েছে, তাঁদের প্রতিদিন অফিস আসতে হবে।
- কোন ভিজিটার এলে, তাঁর সাথে কথা বলার সময় দুমিটার দূরত্ব বজায় রাখতে হবে।
Latest posts by news_time (see all)
- কান্দিতে উদ্ধার তাজা বোমা - June 1, 2023
- ফের পথ দুর্ঘটনা - June 1, 2023
- ভোটের রাজনীতিতে ক্ষুন্ন শ্রমিক স্বার্থ, সরব আইএনটিটিইউসি-র সম্পাদক - May 31, 2023