
নিউজটাইম ওয়েবডেস্ক : জ্বরে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর নমুনা পরীক্ষা হতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেল্ফ কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। দেশজুড়ে হু হু করে বাড়ছে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা। এই নিয়ে টানা পঞ্চম দিন ভারতে সংক্রমণের বৃদ্ধি ঘটল ৯ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৮৩ জন। মোট পজিটিভ ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে বর্তমান অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৩৮১। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ০৯৪ জন। এ দেশে করোনায় মৃত্যু সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। প্রাণ গিয়েছে মোট ৭,১৩৫ জনের। ভারতে আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে সংক্রমিত ৮৫,৯৭৫ জন। আক্রান্তের বিচারে ভারতের একটি অঙ্গরাজ্যই চিনকে (৮৪,১৯১ জন) ছাপিয়ে গিয়েছে। করোনার বৃদ্ধির এই বাজড়বাড়ন্তের মধ্যেই দেশজুড়ে পুরোদস্তুর কার্যকর আনলক ১.০ পর্ব। খুলেছে ধর্মীয় স্থান, রেস্তোরাঁ, শপিং মল। তবে, এই সব জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে লকডাউন শিথিলের কথা আগেই জানিয়েছে কেন্দ্র।
বাংলাতেও করোনার রমরমা। তারই মধ্যে দোকান, বাজার, ধর্মস্থান আগেই খুলেছিল। আজ, সোমবার থেকে শপিং মল, হোটেল, রেস্তরাঁ, বেশি সংখ্যক কর্মী নিয়ে বহু সরকারি ও বেসরকারি অফিস চালু হয়েছে। ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলেছে সরকারি অফিস। সরকারি দফতরে মাস্ক ব্য়বহার, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বেসরকারি অফিসকেও স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন থেকেই আরো বেশি সংখ্যায় বাস, মিনিবাস রাস্তায় নামনোর আশ্বাস দিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। ফলে যান দুর্ভোগ কমবে বলেই আশা করা হচ্ছে। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ১৮৭ জন।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022