
নিউজটাইম ওয়েবডেস্ক : দিন দুই আগে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে বঙ্গে বর্ষার আগমন ঘটবে। কথা মতো শুক্রবারেই কলকাতা সহ দক্ষিনবঙ্গের একটা বড়ো অংশে এবং উত্তরবঙ্গের বহু জেলায় বর্ষা প্রবেশ করেছে বলে এদিন জানাল হাওয়া অফিস। বৃহস্পতিার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল দক্ষিনবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান ছিল অনেক বেশি। শুক্রূার সকাল থেকেই সেই পরিবেশ বাজায় ছিল। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভারি বৃষ্টির মুখ দেখেছে কোলকাতাবাসী। দক্ষিনবঙ্গের আরও একাধিক এলাকায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়।
গত বছর ২১ জুন বঙ্গে বর্ষার আবির্ভব ঘটে। কিন্তু এবার জৈষ্ঠ মাসেই বর্ষার আগমণ ঘটল। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যের সীমানার কাছাকাছি অবস্থান করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাঁ বর্ষা বাংলার একেবারে দোরগোড়ায়। পূর্বাভাস অনুসারে শুক্রবার সকালে থেকেই দক্ষিনের আকাশে কালো মেঘের আনাগোনা। বেলা বাড়ার সাথে সাথেই কলকাতা সহ তিন জেলায় ঝেঁপে নামে বর্ষাক বৃষ্টি। বৃষ্টির সাথে ছিল ঝড়ো হাওয়া। তবে এই বৃষ্টি আর বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘন্টায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিনবঙ্গের একাধিক জেলায়। এছাড় আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। ওড়িশা ও অন্ধ্র উপকূলের ইতিমধ্য়েই মৎসজীবিদের যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি উপরে। অন্যদিকে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখুনই মুক্তি মিলবেনা দক্ষিনবঙ্গবাসীর। শহরে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার।Latest posts by news_time (see all)
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক - June 8, 2023
- আদিবাসীদের ১২ ঘণ্টার বাংলা বনধের প্রভাব দেখা গেল দুই বর্ধমানে - June 8, 2023
- দিনে দুপুরে ছিনতাই, গুরুতর আহত ১ - June 8, 2023