
নিউজটাইম ওয়েবডেস্ক : নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হাওড়া জেলা সংশোধনাগারের ছাদে হঠাৎ-ই উঠে পড়ল এক বিচারাধীন বন্দি। বুকে রয়েছে সাদা কাগজের পোস্টার। তাতে লেখা ‘দিদিকে ডাকো’। ছাদে উঠে আত্মহত্যার হুমকিও দিতে থাকে ওই বন্দি। যা নিয়ে হুলস্থুল কাণ্ড বেধে যায় হাওড়া জেলা সংশোধনাগারে।
কারারক্ষীদের বহু চেষ্টাতেও নামিয়ে আনতে পারা যায় নি। বাধ্য হয়ে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। তাঁরাও ছাদ থেকে ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা করে চলেছেন। প্রায় চার ঘণ্টা হয়ে গেলেও তাঁকে নামানো যায়নি। দমকল নামাতে গেলে ছাদে থাকা ইঁট ছুঁড়তে শুরু করে সোহেল। ব্লেড দিয়ে নিজের শরীরে ও আঘাত করতে দেখা যায় তাকে।তার এরূপ কাণ্ডকারখানা দেখতে সংশোধনাগারের সামনে ভিড় জমে যায়। সূত্রের খবর, একটি খুনের মামলায় অভিযুক্ত হয়ে হাওড়া জেলে রয়েছে সে। শনিবার দুপুর নাগাদ নিজের সেল থেকে পালিয়ে আচমকা ছাদে উঠে পড়ে। সেখানে উঠে সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষ, কাটমানি-সহ বিভিন্ন অভিযোগ করতে থাকে। কারারক্ষীরা তাকে নামানোর চেষ্টা করলে আত্মহত্যার হুমকি দিতে থাকে সেখান থেকে। তার আরও অভিযোগ, বেআইনিভাবে তাকে গ্রেফতার করে আটক করা হয়েছে। ঘন্টা দু’য়েক ধরে চেষ্টা করেও তাঁকে নামানো যায়নি। শেষমেষ ঘন্টা পাঁচেক পর সোহেল কে নিচে নামাতে সক্ষম হন দমকলকর্মীরা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022