
নিউজটাইম ওয়েবডেস্ক : সারা রাত নার্কোটিক্স ব্যুরোর দফতরে জেরার মুখোমুখি হওয়ার পর বুধবার সকালে রিহা চক্রবর্তীকে বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। আপাতত ১৪ দিনের জন্য তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় গতকালই রিহা চক্রবর্তীকে গ্রেফতার করে এনসিবি। তারপর রাতেই তাঁর জামিনের আবেদন নাকচ করে ম্যাজিস্ট্রেট ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তারপরেই রিহাকে ফের এনসিবি দফতরে নিয়ে আসা হয়। সেখানে সারা রাত ফের একদফা জেরা করা হয়। তারপর বুধবার ভোরে তাঁকে সেখানে থেকে বাইকুল্লা জেলে স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, এদিন ফের রিহার আইনজীবী নিম্ন আদালতে এই রায়ের বিরুদ্ধে জামিনের আর্জি জানাবেন। কিন্তু সেই রায় হওয়া পর্যন্ত তাঁকে জেল হেফাজতেই থাকতে হবে। উল্লেখ্য, বাইকুল্লা জেল মুম্বইয়ের সবচেয়ে বড় মহিলা সংশোধনাগার। এখানেই বিভিন্ন হাইপ্রোফাইল মামলার আসামীরা রয়েছেন। শিনা বোরা হত্যা মামলায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জিও আপাতত এই জেলে রয়েছেন। ইতিমধ্যেই এনসিবি’র সামনে রিহা চক্রবর্তী স্বীকার করেছেন তিনি ও সুশান্ত নিয়মিত ড্রাগ নিতেন। এমনকি তিনি যে সুশান্তকে ড্রাগ এনে দিতেন, সেকথাও জেরায় স্বীকার করেছেন তিনি। যদি তাঁর এই দোষ প্রমাণিত হয়, তাহলে ১০ বছর পর্যন্ত তাঁর কারাবাসের শাস্তি হতে পারে। উল্লেখ্য, এই একই ঘটনায় ড্রাগ দেওয়ার অভিযোগে রিহার ভাই সৌভিক চক্রবর্তীও গ্রেফতার হয়েছেন গত সপ্তাহেই। এছাড়াও, সুশান্তের ম্যানেজার, বাড়ির রাঁধুনি-সহ একাধিক ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করে এনসিবি। সর্বশেষ গতকাল রাতেই গ্রেফতার করা হয় রিহাকে। যদিও গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, গ্রেফতার হতে পারেন রিহা। সেই ঘটনাই গতকাল সত্যি প্রমাণ হল। উল্লেখ্য, গ্রেফতারের আগে নিজে ড্রাগ নেওয়ার কথা ও সুশান্তকে ড্রাগ দেওয়ার কথা স্বীকার করেছেন রিহা, দাবি এনসিবি সূ্ত্রের।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022