
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা প্রবেশ করার পর থেকেই ছুটি দিয়ে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এক এক ধাপ বাড়িয়ে অবশেষে ৩০ জুন স্কুল খোলার সিদ্ধান্ত জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি যা, তাতে জুলাই মাসেও স্কুল খুলবেনা বলে এদিন সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে নির্ধারিত তারিখেই পরীক্ষা গুলি হবে বলেও এদিন জানান তিনি। পাশাপাশি বেসরকারি স্কুলগুলি যাতে এই সংকটের দিনে ফি বৃদ্ধি না করেন, সেবিষয়েও এদিন অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি, মনে হয় জুলাই হয়ে যাবে। জুলাইয়ে স্কুল খুলবে না, পরীক্ষা হবে। বেসরকারি স্কুলের কাছে আবেদন, ফি বাড়াবেন না। মানুষের হাতে এখন টাকা নেই।’ করোনা সংক্রমণ ঠেকাতে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজ। কিন্তু কবে ফের শিক্ষা প্রতিষ্ঠান গুলি খোলা হবে, তা নিয়েই এখন চিন্তায় ৩৩ কোটি পড়ুয়া সহ তাঁদের অভিভাবকেরা। গত ২৭ মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ৩০ জুন পর্যন্ত বাংলায় স্কুল ছুটি থাকবে। কিন্তু বাংলা সহ গোটা দেশে যেভাবে করোনা তান্ডব চালিয়ে যাচ্ছে তাতে স্কুল-কলেজ খোলা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে দেশের প্রশাসন। প্রসঙ্গত, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ৩ জুন জানিয়েছেন, আগস্ট মাসের আগে স্কুল খোলা আশঙ্কাজনক। তাই আগস্টের পরেই সমস্ত স্কুল-কলেজ খোলা হবে। যদিও এবিষয়ে কোন নির্দিষ্ট দিন তিনি ঘোষাণা করেননি।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023