
গুগল, টুইটার, মাইক্রোসফটের পর এই বার কর্মী ছাঁটাই শুরু করল জুম সংস্থা । জুমের সিইও এরিক উয়ান কর্মী ছাঁটাই-এর সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যাচ্ছে । রয়টার্স সূত্রের খবর, প্রায় ১৩০০-র বেশি কর্মী হারাতে চলেছেন তাঁদের চাকরি যা মোট কর্মী সংখ্যার ১৫ শতাংশ । করোনা অতিমারির সময়ে সংস্থার তরফে নিয়োগ করা হয়েছিল অনেক কর্মী । তবে বেশীরভাগ কর্মীই বাড়ি থেকে কাজের সুযোগ পেয়েছিলেন সেই সময়ে । কিন্তু এখন ২০২০ সালের অক্টোবর মাসের তুলনায় সংস্থার শেয়ার মূল্য প্রায় ৯০ শতাংশ কমে গিয়েছে বলে জানাচ্ছেন সিইও এরিক । আর সেই কারণেই সংস্থার তরফে কর্মী ছাঁটাই-এর এই সিদ্ধান্ত ।
এরিক আরও জানাচ্ছেন, যাঁদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের সংস্থার তরফে ১৬ সপ্তাহের বেতন অগ্রিম হিসেবে দেওয়া হবে । তাছাড়াও থাকবে স্বাস্থ্যবিমা । অর্থবর্ষের ভিত্তিতে ছাঁটাই হওয়া কর্মীরা পাবেন নির্দিষ্ট পরিমাণ বোনাসও ।
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023
- রেল স্টেশনের টিভিতে ‘অ্যাডাল্ট মুভি’! হতবাক সকলেই - March 20, 2023
- এখনও অসুস্থ বিগ বি? - March 20, 2023