জুন মাসের পয়লা তারিখ থেকেই বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের দাম

নিউজটাইম ওয়েবডেস্ক : চতুর্থ দফার লকডাউন সবে শেষ হল। জুন মাসের পয়লা তারিখ থেকেই বাড়ল ভর্তুকিহীন সিলিন্ডারের দাম। দেশের চারটি মেট্রো শহরে সিলিন্ডার প্রতি ১১ টাকা ৫০ পয়সা থেকে ৩৭ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

দিল্লিতে এলপিজি-র দাম ১১.৫০ টাকা বেড়ে দাঁড়াল ৫৯৩ টাকা। কলকাতায় অবশ্য গ্রাহকদের সিলিন্ডার পিছু গুনতে হবে বাড়তি ৩১.৫০ টাকা। ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম এই শহরে বেড়ে হল ৬১৬ টাকা।  মুম্বইতে সিলিন্ডার পিছু ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ৫৯০.৫০ টাকা। চেন্নাইতে সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল ৩৭ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৬০৬.৫০ টাকা। চার শহরের দামের তুলনা করলে কলকাতাতেই দাম সবচেয়ে বেশি।

এর আগে পরপর তিনবার ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণেই এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তবে প্রধান্মন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বাড়তি দাম দিতে হবে না বলে ঘোষণা করেছে কেন্দ্র।

১৪.২ কেজির সিলিন্ডারের এলপিজি গ্যাসের ক্ষেত্রে দেশের প্রতিটি পরিবার বছরে ১২ টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার পান। ভর্তুকির পরিমাণ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube